অঙ্গনওয়ারী কেন্দ্রের দরজা ভেঙে চাল , ডাল নিয়ে চম্পট দিল দুস্কৃতিরা , চাঞ্চল‍্য বাঁকুড়ার ওন্দা এলাকায়

21st April 2020 বাঁকুড়া
অঙ্গনওয়ারী কেন্দ্রের দরজা ভেঙে চাল , ডাল নিয়ে চম্পট দিল দুস্কৃতিরা , চাঞ্চল‍্য বাঁকুড়ার ওন্দা এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : সাতসকালেই আইসিডিএস সেন্টার থেকে চাল ডাল চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা | আইসিডিএস সেন্টার থেকে চুরি গেল চাল ডাল। সেন্টারের দরজা ভেঙে প্যাকেট করা চাল ও ডাল নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার খামারবেরিয়া গ্রামের বাউরি পাড়ায় ১নং অঙ্গন ওয়ারী কেন্দ্রে। আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভাঙ্গা দেখে চুরির ঘটনা সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। জানা গেছে ওই আইসিডিএস সেন্টার এ মজু ত থাকা চাল ও ডাল চুরি গিয়েছে। ওই আইসিডিএস সেন্টারের কর্মী জানিয়েছেন  ৭৪ জন বেনিফিশিয়ারি রয়েছে এই সেন্টারে। গতকাল বিলি করা হওয়ার পরেও ২৫ জন বেনিফিশিয়ারি বিলি করা সম্ভব হয়নি। আজ সকালে সেগুলি বিলি করার কথা ছিল।  কিন্তু তার আগেই গতকাল রাত্রে দরজার তালা ভেঙে চুরি গেল চাল ও ডাল। জানা গেছে ওই সেন্টার থেকে দু কেজি করে চালের প্যাকেট চুরি গিয়েছে ১৭ টি।  ২৫ কেজি ডালের বস্তা ও ৩০০ গ্রাম করে প্যাকেট করা ৮ টি প্যাকেট চুরি গিয়েছে।  আলু প্যাকেট থাকা সত্ত্বেও সেগুলি চুরি হয়নি। আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।